জামালপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোর

Ads4


নিপুন জাকারিয়া :--

জামালপুরের ব্রহ্মপুত্র নদে গতকাল দুপুরে গোসল করতে নেমে নদীর পানিতে ভেসে যায় স্থানীয় সিমান্ত (১০) নামের এক কিশোর। জানা যায় বৃহস্পতিবার দুপুরে শরিফপুর ইউনিয়নের হামিদপুর তালতলা নামক স্থানে স্থানীয় কিশোরদের সাথে গোসল করতে নামে সিমান্ত ও তার ভাই। হঠাৎ নদীর স্রোতে সে ভেসে যেতে থাকে। এ সময় তার ভাই সিমান্তকে বাঁচানোর চেষ্টা করলেও পানির ¯স্রোতের কারনে তাকে ধরে রাখতে পারেনি। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিগণ প্রায় দীর্ঘ পাঁচ ঘন্টা চেষ্টা করেও সিমান্তের কোন খোঁজ পায়নি।

স্থানীয়রা জানান সিমান্ত ও তার ভাই ঢাকায় বাবা মার সাথে বসবাস করে। তারা সাঁতার জানতো না। কিছুদিন আগে গ্রামের বাড়িতে এসেছে বেড়াতে। সাঁতার না জানার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

Ads5
Ads6
Related Posts