বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল জামালপুর জেলা শাখার পক্ষ থেকে বান ভাসীদের ত্রাণ বিতরণ

Ads4


 মোঃ  আজাদ হোসেন নিপুঃ-  বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা শাখার সম্মানিত সভাপতি বিক্রম হাফিজ সয়ন ও বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল জামালপুর জেলা শাখা সাধারণ সম্পাদক আশিক রায়হান পারভেজ এর নেতৃত্বে জামালপুর  মেলান্দহ ইসলামপুর  এই তিন উপজেলায়  ৫ শত  পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। শুকনা খাবার তালিকায় ছিলো মুড়ি, চিরা, গুড়,  আটা, সাবান, সেলাইন, পানি। এই খাদ্য সামগ্রী বিতরণের  সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল জামালপুর জেলা শাখার সিনিয়র সহ সভাপতি  আরমান রাহাত,  ইতি রানি, মেহেদি হাসান রাব্বী, রাশেদুল  ইসলাম রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ আল হাবি, ঝুমরাদ বাবু, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, দপ্তর সম্পাদক সুজন চক্রবর্তী, মহিলা বিষয়ক তুলি ইসলাম, সদস্য মিঠু আহমেদ প্রমুখ.... 


এই সময়  বিক্রম হাফিজ সয়ন বলেন, সারা বাংলাদেশে বন্যার ভয়াবহ অবস্থা । এর মধ্যে জামালপুর জেলা অন্যতম।এই জেলাতে সরকারি ভাবে তেমন কিছু করা হয়নি। আমি ( সয়ন) আমার সংগঠনের পক্ষ থেকে আজ সামান্য উপহার দিতে পেরে খুব ভালো লাগছে। আগামী দিনে সাধারণ মানুষের যে কোন বিপদে  পাশে থাকবো সাধারণ মানুষের জন্য যা করা দরকার ইনশাআল্লাহ তাই করবো...

Ads5
Ads6
Related Posts