পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নতুন একটি রিক্সা দান করেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলির সদস্য আবু জাফর।
বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে একটি নতুন রিক্সা পেয়ে খুবই খুশি রিক্সা চালক আব্দুল সাত্তার।
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলির সদস্য আবু জাফর জানান, বঙ্গবন্ধু ছিলেন অসহায় ও গরীব মানুষের নেতা। তিনি তাদের কষ্ট লাঘব করতে আজীবন সংগ্রাম করে গেছেন। তার মৃত্যু দিবসে এ ধরনের একটি কাজ করতে পরে নিজেকে ধন্য মনে করি।
রিক্সা বিতরণ কালে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সহ সভাপতি প্রকৌশলী নুরুল আমিন ফোরকান, সাবেক সাধারন সম্পাদক নুরুজ্জামান, সদস্য তাহামিনা আক্তার পাখি, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম তারা, ছাত্রলীগের সাধারন সম্পাদক হাসানুজ্জামান সজীব, সহ সভাপতি সাইদুর রহমান লাল, সহ সভাপতি মীর্জা সম্রাটসহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।