দিগপাইতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

Ads4


মেহেদী হাসান,জামালপুরঃ

মুজিব শতবর্ষ উপলক্ষে জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের তারারভিটা গ্রামে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগষ্ট) বংশাই শিশু কিশোর থিয়েটার আয়োজিত এবং পঞ্চগড় বিদ্রোহী শিশু কিশোর থিয়েটারের সহযোগিতায় নৌকা বাইচ প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন।

জামালপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হামিদের সভাপত্বিতে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দিগপাইত ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, নাট্যকার ও কলামিস্ট রহিম আব্দুর রহিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে ৭ থেকে ১৮ বছর বয়সের শিশু কিশোরদের নিয়ে লোকজ ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্টিত হয়। পরে নৌকা বাইচ প্রতিযোগীতায় বিজয়ী ‘ভাই ভাই একতা’ এবং রানার্স আপ ‘চাচা ভাতিজা’ নামক দুটি নৌকার সত্বাধীকারীর হাতে পুরষ্কার তুলে দেওয়া হয় ।

Ads5
Ads6
Related Posts