সোমবার (৩ আগষ্ট) বিকেলে জামালপুরে পৌরসভা এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রিত বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফরিদা ইয়াসমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুজ্জামান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান বেলাল, সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ সালেমুজ্জামান প্রমূখ৷
জানা যায়, জামালপুর পৌরসভার বিভিন্ন এলাকার বানভাসি মানুষগুলো শহরের শহীদ জিয়াউর রহমান কলেজ, ইজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেয়। এসব বানভাসি মানুষের মাঝে সরকারি (জিআর)'র ১ টন চাল ১০ কেজি করে ১'শ জনের মাঝে বিতরণ করা হয়।
Ads6