মাদারগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

Ads4


মেহেদী হাসান,জামালপুরঃ

বন্যার কারণে ক্ষতিগ্রস্ত গরিব ও অসহায় মানুষের মাঝেঈদের শুভেচ্ছা হিসেবে নিজস্ব তহবিল থেকে শাড়ি বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি'র সহধর্মিণী দেওয়ান আলেয়া আজম।

গতকাল মঙ্গলবার(৪আগস্ট) মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী ঘুরে ঘুরে বন্যা কবলিত মানুষের মাঝে শাড়ি বিতরণ করেন।

এলাকাবাসী ও প্রত্যাক্ষদর্শী জানান, সকাল থেকে মাদারগঞ্জ পৌর এলাকার ঝালুপাড়া,গাবের গ্রাম,বালিজুড়ী ইউনিয়নের তারতা পাড়া,সুখনগরী, চরপাকেরদহ ইউনিয়নের মিতালি বাজার,চরনগর সহ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গরিব-অসহায় কোন মানুষ বাদ যায়নি।

একজন নারী হয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে এতগুলো শাড়ি কাপড় বিতরণ করায় মানুষের মধ্যে ব্যাপক সারা জাগিয়েছেন।

Ads5
Ads6
Related Posts