জামালপুরে শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উদযাপন

Ads4


মেহেদী হাসান,জামালপুরঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (৫ জুলাই) সন্ধ্যায় বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জামালপুর জেলা ছাত্রলীগ।

জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবনের সঞ্চালনায় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনী তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ, আশরাফ হোসেন তরফদার, সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, আব্দুল্লাহ আল আমিন চাঁন ও ছানোয়ার হোসেন ছানু, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সদস্য শাহরিয়ার উজ্জল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাবেদুল ইসলাম জাবেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তালাশ ইমরান, জেলা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক নুরুল ইসলাম বরাত, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান অমিত, জামালপুর পৌর শাখা ছাত্রলীগের আহ্বায়ক জুয়েল মিয়া ও সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক খাবিরুল ইসলাম বাবু প্রমুখ।

Ads5
Ads6
Related Posts