সরিষাবাড়ীতে ২য় শ্রেনীর শিশু অটো দুর্ঘটনায় নিহত

Ads4

তাপস কর,ময়মনসিংহঃ
জামালপুরের সরিষাবাড়ীতে ২য় শ্রেনীতে পড়ুয়া ৮ বছরের শিশু সোমাইয়া অটো দুঘর্টনায় রবিবার বিকেল ৫ টায় নিহত হয়। নিহত শিশু বাচ্চা সোমাইয়ার মৃত দেহ পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সরিষাবাড়ী থানার এসআই শামীম জানান, নিহত সোমাইয়া সরিষাবাড়ীর থানার লাশ বহন কারী (ডোম) জয়নালের নাতি মোজাম্মেল হকের মেয়ে। রবিবার বিকেল বাড়ীর সামনে পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন ঢাকা সরিষাবাড়ী সড়কে অন্যান্য শিশুদের নিয়ে ঘুরাঘরি করছিল। এ সময় নিকটস্থ কামরাবাদ এলাকার অটো ভ্যান চালক মিন্টু মিয়ার অটো ভ্যান গাড়ীটি পিছন থেকে থাক্কা দিলে ঘটনাস্থলেই শিশু বাচ্চা সোমাইয়া প্রচন্ড রক্ত ক্ষরনে মারা যায়। পুলিশ অটো ভ্যানটিকে চালক সহ আটক করেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Ads5
Ads6
Related Posts