জামালপুর সদরে রশিদপুর ইউনিয়নে নাবালিকাকে ধর্ষণ র‍্যাব-১৪ হাতে আটক-১

Ads4

মোঃ আজাদ হোসেন নিপুঃ- 

 গত ০২-১১-২০২০ইং সোমবার রাতে  জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের তুলশীপুর সেঙ্গুয়া সরকারবাড়ী গ্রামে  স্কুল পড়ুয়া এক নাবালিকা ধর্ষণের ঘটনায় হাতে নাতে আটক হয়েছেন ধর্ষণকারী খলিলুর রহমান।

জানাগেছে,সেংগুয়া গ্রামের আঃ সালামের নাতনী স্হানীয় তুলশীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর পড়ুয়া ছাএী (১২)- গত সোমবার ২-নভেম্বর  রাত ৯ টার দিকে একই ইউনিয়নের আলীনগর গ্রামের বখাটে কাডমিস্ত্রি এক সন্তানের জনক খলিলুর রহমান (২৬) ওই নাবালিকার বাড়িতে গিয়ে তাকে উপর্যুপরি ধর্ষণ করে। পরে রাতেই পার্শ্ববর্তী বাড়ির লোকজন ধর্ষণকারী খলিলুর রহমানকে হাতে নাতে আটক করে।


 স্থানীয়রা জানান, স্কুল পড়ুয়া ওই নাবালিকা তার নানার বাড়ি সেংগুয়া গ্রামে থেকে পড়াশোনা করতো । ঘটনার দিন রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে বখাটে খলিলুর রহমান তাকে ধর্ষণ করে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে সরজমিনে ঘটনাস্হলে Rap-14 এসে ধর্ষণকারী খলিলুর রহমানকে আটক করে। জানাগেছে এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে...

Ads5
Ads6
Related Posts