নিপুন জাকারিয়াঃ
আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচন ঘিরে, জমে উঠেছে প্রচার-প্রচারনা। চা স্টল থেকে শুরু করে, বাজার-ঘাট, জনপরিবহন কিংবা মুদি দোকান, সবখানেই বইছে নির্বাচনের হাওয়া।
তারই ধারাবাহিতায়, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ছানোয়ার হোসেন ছানুর পক্ষে ভোট প্রার্থনা করেছেন, জামালপুর সদর আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেনের পুত্র, একে.এম রাইসুল হাসান শোয়েব।
বুধবার দিন ব্যাপি তিনি নেতার্কমীদের সাথে নিয়ে, পৌর শহরের ৫ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে, মানুষের ধারে ধারে গিয়ে নৌকা মার্কায় পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি ভোটারদের উদ্যোশে বলেন- নৌকা হচ্ছে বিজয়ের প্রতীক। সারা বাংলাদেশের ন্যায়, জামালপুর পৌরসভায়, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, নৌকার ভোট দিতে বলেন তিনি। তিনি বলেন, ২৮ ফেব্রুয়ারি সারা দিন, প্রধানমন্ত্রী জননেত্রী, শেখ হাসিনার হাতকে শাক্তিশালী করতে এবং জামালপুর পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, বাংলাদেশ আওয়ামী লীগ, মনোনিত প্রার্থী ছানোয়ার হোসেন ছানুকে নৌকা মার্কায় ভোট দিন।
নৌকা মার্কায় ভোট প্রার্থনায় তার সাথে ছিলেন, দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আক্তারুজ্জামান, জেলা তাতীঁ লীগের আহব্বায়ক বদরুদ্দোজা পি এফ, জেলা যুবলীগের সহ-সভাপতি মোফাখখারুল ইসলাম লিখন, যুবলীগ নেতা ও ঘোড়াধাপ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আনছার আলী, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মুশফিকুর রহমান কানন, নান্দিনা সাংগঠনিক থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক মঈন ইয়াজদানী, সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক সাগর আহম্মেদ রুবেল, দিগপাইত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাগর আহম্মেদ শাহিন, সাধারন সম্পাদক আল আমিন ফকির, কেন্দুয়া ইউনিয়ন ছাত্রলীগে যুগ্ন-সাধারন সম্পাদক হৃদয় আকন্দ চমকসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবন্দরা পৌর নির্বাচনে, নৌকা প্রতীকের ভোট প্রার্থনা করেন।