ভোটারদের ধারে ধারে নাহিদ নূর আলো

Ads4

নিপুন জাকারিয়াঃ

আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রতিদিনের মতো আজ সকাল থেকে রাত্রি পর্যন্ত নেতার্কমীদের সাথে নিয়ে, ভোটারদের ধারে ধারে গিয়ে ভোট প্রার্থনা করছেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অা.ব.ম জাফর ইকবাল জাফুর সহ-ধর্মনী নাহিদ নূর আলো। বৃহঃস্পতিবার ২৫ ফেব্রুয়ারি  পৌর শহরের ১ নং ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ছানোয়ার হোসেন ছানুর নৌকা প্রতীকের ভোট চান তিনি। এ সময় নাহিদ নূর আলো বলেন- উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, জামালপুর পৌরসভাকে আরো উন্নত করে গড়ে তুলতে, ২৮ তারিখ সারাদিন, নৌকা মার্কায় ভোট দিন।

Ads5
Ads6
Related Posts