ভাষা - সংস্কৃতি,ধর্ম-বর্ণসহ নানা সংস্কার ভেদাভেদ ভুলে সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেসবুকে পরিচয় এবং প্রেমের টানে জামালপুরে ছুটে এসেছেন মেক্সিকোর তরুণী। নিজ দেশ ছেড়েছেন ভালোবাসার টানে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ে হাজার হাজার কিলোমিটার দূর থেকে উড়ে এসেছেন। প্রেমের টানে সুদূর মেক্সিকো থেকে বাংলাদেশের জামালপুরের সরিষাবাড়িতে ছুটে এসেছেন গাডিস নাইলি টরিবিও মরালেস (৩২) নামের তরুণী এসে উপজেলার পোগলদিঘা গ্রামের রবিউল হাসান রুমনকে (২৯) আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছেন।
তরুণী মেক্সিকোর পোএবলা শহরের ব্যবসায়ী গ্রেগ্রোরিও টরিবিওর মেয়ে তিনি। পোএবলা বিশ্ববিদ্যালয় (Benemerita Autonomous University of Puebla, Mexico) থেকে তিনি ২০১৬ গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন।
রবিউল হাসান পোগলদিঘা গ্রামের আলহাজ মো. নজরুল ইসলামের ছেলে। তিনি ময়মনসিংহের রুমডো ইন্সটিটিউট অব মডার্ণ টেকনোলজি থেকে মেকানিক্যালে ডিপ্লোমা সম্পন্ন করে ফ্রিল্যান্সিংয়ে জড়িত।