শুক্রবার ২৬ নভেম্বর ২০২১ খ্রি.তারিখে রাতে জামালপুর জেলা পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণদের নাম প্রকাশ করেন জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি জনাব নাছির উদ্দিন আহমেদ মহোদয়।
এসময় নিয়োগ বোর্ডের অন্য দুই সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) ময়মনসিংহ, জনাব শেখ মোস্তাফিজুর রহমান, ও জনাব মোরশেদা খাতুন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নেত্রকোনা মহোদয় উপস্থিত ছিলেন।
এবার জামালপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে শারীরিক সক্ষমা যাচাই, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকল ধাপে ৪৮ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়। যেখানে ৪১ জন পুরুষ ও ০৭ জন নারী। আরো ১৫ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
জামালপুর জেলার পুলিশ সুপার, জনাব নাছির উদ্দিন আহমেদ মহোদয় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে বলেন মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশে শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে নিয়োগ কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। শারীরিক সক্ষমতা ও মেধার ভিত্তিতে অধিকতর যোগ্য প্রার্থীরা নিয়োগ পেয়েছেন।
মাত্র ১০০ টাকায় পুলিশের চাকরি পেয়ে আবেগে আপ্লুত নিয়োগ প্রাপ্তরা ও অভিভাবকগন , এ যেন বিধাতার দেয়া স্বর্গ সুখের অনুভূতি ।
পুলিশ সুপার মহোদয় নির্বাচিত প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নিয়োগ কার্যক্রমের সাথে জড়িত জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান।