জামালপুরের ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এসএসসি পরীক্ষার্থী মেধাবী ছাত্রী সুমনাকে হত্যার উদ্দেশ্যে প্রতিপক্ষ সন্ত্রাসী মানিক বাহিনীর হামলার প্রতিবাদ ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় ইসলামপুর শহরের ৮নং ওয়ার্ডবাসীর আয়োজনে প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি বের হয়ে মোশারফগঞ্জ বাজারের প্রধান সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুুষ্ঠিত হয়। মানববন্ধনে ভোক্তভোগী পরিবারে সুফিয়া ও এলাকাবাসীর সুধী রাশেদুল ইসলাম ও শওকত আলী সহ অনেকেই বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, গত ৩১মার্চ দুপুরে ইসলামপুর শহরের তেঘরিয়া মীরপাড়া বসতবাড়ী জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ মানিক (৪০)গংরা বেআইনীভাবে ইদ্রিস আলীর বসতবাড়ীতে অনধিকার প্রবেশ করে তার পরিবারের লোকদের উপর দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দ্যেশে হামলা করে। প্রতিপক্ষের হামলায় ঘটনায় এস.এস.সি পরীক্ষার্থী সুমনা আক্তার, অপু শেখ ও জামিলা বেগমসহ তিন জন আহত হয়। আহতদের মধ্যে গুরতর অবস্থায় মেধাবী ছাত্রী সুমনা আক্তার বর্তমানে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরই প্রতিবাদে সন্ত্রাসী মানিক বাহিনীর হামলা ঘটনার ন্যায় বিচার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে এলাকাবাসী।
এছাড়াও এই ঘটনায় ভোক্তভোগী পরিবারের পক্ষে ইদ্রিস আলী বাদী হয়ে ইসলামপুর থানায় একটি অভিযোগও দায়ের করেছেন। অভিযোগ পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হামলাকারী সন্ত্রাসী মানিককে আটক করে জেলহাজতে পাঠিয়েছেন।